পারভেজ হাসান জেলা প্রতিনিধি (মৌলভীবাজার)
ডেঙ্গু প্রতিরোধে আমরা টিটিসি, সাথে চাই সচেতন প্রতিবেশী” এই শ্লোগানকে ধারণ করে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর নির্দেশনায় মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পালিত হয় এক বিশাল র্র্যালী।
অদ্য রোজ রবিবার ০৬ আগষ্ট ২০২৩ খ্রিঃ বেলা ১১ ঘটিকার সময় মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ আকতার হোসেন এর নেতৃত্বে এই অনুষ্ঠিত হয়। এই র্্যালীটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে শুরু হয়ে প্রায় আধা-কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ করে আবার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এসে শেষ হয়। পরবর্তীতে ক্যাম্পাসের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ মৌলভীবাজার শাখার সহকারী পরিচালক জনাব মোঃ হাবিবুর রহমান ও জেলা কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সহকারী পরিচালক জনাব মোঃ মোশাররফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র কেন্দ্রের বিভিন্ন ট্রেডের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষনার্থীগণ ও সাংবাদিকবৃন্দ।
অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ আকতার হোসেন সকল প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্য বলেন- প্রত্যেকে তার নিজ নিজ আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য।