ভিসি ভবনে বালিশ নিয়ে ঘুমানোর ঘোষণা জবি শিক্ষার্থীদের

আবুবকর সম্পদ,জবি প্রতিনিধিঃ

আগামী রবিবার ভিসি ভবনে চাদর,বালিশ নিয়ে ঘুমানোরও ঘোষণা দিলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।স্যাোসাল মিডিয়ার মাধ্যমে তারা এ ঘোষণা দেয়।জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) হল না থাকা এবং অতিদ্রুত অস্হায়ী আবাসন বিষয়ে প্রশাসন ব্যবস্থা না নেওয়ার প্রতিবাদে তারা এ ঘোষণা দেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০০৫ সালে প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত একটি ছাত্রী হল ব্যতীত আর কোন হল নেই।তীব্র আন্দোলনের পর হল ও ২য় ক্যাম্পাস স্হাপনের জন্য কেরানীগঞ্জে ২০০ একর জমি বরাদ্দ দেয় তাৎকালীন সরকার।কিন্তু বরাদ্দের এতো বছর পরও সেখানে বালু ভরাটই সম্পূর্ণ হয় নি।শিক্ষার্থীরা এতে দায়ী করছে বিগত জবি প্রশাসনের দুর্নীতিকে।এই প্রতিবাদে সমাজবিজ্ঞান-১৮,ইংরেজি-১৬ সহ বেশ কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা আগামী ১৭ নভেম্বর রবিবার ভিসি ভবনে বালিশ নিয়ে ঘুমানোরও ঘোষণা দেয়।
এ বিষয়ে জানতে চাওয়া হলে একজন শিক্ষার্থী জানান,”আমরা একমাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র যেখানে বিশ্ববিদ্যালয়ের নূন্যতম হল সুবিধা আমরা পাই না।আমাদের কে পুরান ঢাকার মেসে কষ্টকর জীবন-যাপন করতে হচ্ছে।প্রতি মাসে ৮-৯ হাজার টাকা আমাদের মেসে খরচ হয়।যা আমাদের জন্য নাভিশ্বাস হয়ে দাঁড়িয়েছে।জবির নতুন প্রশাসন কে বার বার অস্থায়ী ভিওিতে আবাসন সমাধান করতে বলা হলেও তারা প্রতিনিয়তই আমাদের মুলা দেখাচ্ছে।এরই প্রতিবাদে আগামী রবিবার আমরা আমাদের বালিশ,কম্বল নিয়ে আমরা ভিসি ভবনে ঘুমাবো এবং সেখানেই অবস্থান করবো বলে সিদ্ধান্ত নিয়েছি।”
উল্লেখ্য ২৪ এর জুলাই বিপ্লবের পর জবি শিক্ষার্থীরা এখন আবার তাদের হল ও ২য় ক্যাম্পাস সেনাবাহিনীর হাতে হস্তান্তরের জন্য আন্দোলন শুরু করেছে।তাই তারা গত ১১ নভেম্বর সোমবার শিক্ষা মন্ত্রণালয় ও সচিবালয় অবরুদ্ধ করে আন্দোলন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *