মাসুদ রানা সরিষাবাড়ী জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক ও জনপথ বিভাগের রাস্তার কালভার্ট বন্ধ করায় জলাবদ্ধতার অভিযোগ করেছেন স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী। এ জলাবদ্ধতা রোধে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বরাবর এলাকাবাসীর পক্ষে জাতীয়তাবাদী কৃষকদল সরিষাবাড়ী উপজেলা শাখার আহবায়ক আব্দুল মজিদ একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ প্রেক্ষিতে সোমবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পুঠিয়ারপাড়া, সাইঞ্চারপার, মোনারপাড়া, শিমুলতাইর, চকপাড়া, ও গোবিন্দনগর গ্রামের কৃষি নির্ভর এলাকা। এ এলাকায় বর্ষা ও বন্যার পানি নিষ্কাষনের জন্য নির্মিত দিগপাইত -তারাকান্দি মহাসড়ক পর্যন্ত সড়ক ও জনপথের রাস্তার মাঝে কালভার্ট নির্মান করা হয়। পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর এলাকায় প্রধান সড়কের কালভার্ট ব্রিজ মাটি ভরাট করছে স্থানীয় গোবিন্দনগর গ্রামের হাবিবুর রহমান এর ছেলে হাফিজুর রহমান বহুতল ভবন নির্মান করছেন। ওই গ্রাম গুলোর ফসলী জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলের ক্ষয়ক্ষতি স্বাধিত হয়েছে। এর আশু প্রতিকার না হইলে কৃষকগণ ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত হবে আশঙ্কায় চাপাক্ষোভ বিরাজ করছে। যার ফলশ্রুতিতে যে কোনো সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি পারে বলে অনেকেই মন্তব্য করছেন। বিষয়টি দ্রুত সময়ের মধ্যে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনে নিকট দাবী জানিয়েছেন সচেতন মহল। এ বিষয়ে প্রশাসনের বিভিন্ন বিভাগে পানির নিষ্কাশনের ব্যবস্থার প্রতিকার চেয়ে অনুলিপি পত্র নিয়েছে।
অপরদিকে উপজেলার পোগলদীঘা ইউনিয়নের চকপাড়া রেলওয়ে লাইনের পূর্বপাড় মনোয়ার হোসেন মেম্বার এর বাড়ির পশ্চিম পাড় হয়ে খালের সংযোগ , চকপাড়া খোরশেদ হাজীর বাড়ি হতে ৭/ ৮’শ মিটার উত্তর হতে নালা নির্মাণ করে খালের সাথে সংযোগ,গোবিন্দ নগর জামতলা এলাকায় নির্মিত ব্রিজটি খোলাসা করে বিকল্প পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবীও জানান স্থানীয় সচেতন এলাকাবাসী।