মোঃ রেজাউল করিম
স্টাফ রিপোর্টার
নাটোরে নজরুল ইসলাম (৭০) নামের অটো চালককে অজ্ঞাত ছিনতাইকারীরা ধারালো চাকু দিয়ে আঘাত করে অটো রিক্সা নিয়ে পালিয়ে যায়। অটো রিক্সা চালক নাটোর সদর উপজেলার দুর্গাবাহারপুর গ্রামের মৃত ইদন প্রামানিকের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নজরুল ইসলাম(৭০) গত ২৪ অক্টোবর জীবিকার তাগিদে অটোরিক্সা নিয়ে ভাড়া মারার উদ্দেশ্যে শহরের দিকে বের হন, একই তারিখে আনুমানিক বিকেল ৪.৩০ মিনিটে শহরের মাদ্রাসামোড়ে অবস্থান করাকালীন সময়ে যাত্রীবেশে তিনজন ছিনতাইকারী বেশি ভাড়ার লোভ দেখিয়ে পাটুল বিলে ঘুরতে যেতে চাইলে ৬০০ টাকা ভাড়া মিটিয়ে অটোরিক্সা চালক যেতে রাজি হন। সেখানে ছিনতাইয়ের সুযোগ না থাকায় ছিনতাইকারীরা সুকৌশলে পাওনা টাকা পাওয়ার নাটক সাজিয়ে , বাগাতিপাড়া থানাধীন ইয়াসিনপুর রেলওয়ে স্টেশনে নিয়ে যায়,পরে রাত হওয়ার অপেক্ষায় ছিনতাইকারীরা তালবাহানা করতে থাকে। এক পর্যায়ে রাত আনুমানিক ৭.৩০ মিনিটে তারা আবার শহরের উদ্দেশ্য রওনা দিলে সদর থানার রামেশ্বরপুর দক্ষিণপাড়া বিলের মধ্যে ফাঁকা জায়গায় নকনার মোড় নামক স্থানে পৌঁছালে। ছিনতাইকারীরা অটো রিক্সা চালককে ধারালো চাকু দিয়ে এলোপাথারি আঘাত করলে এক পর্যায়ে অটো রিকশাচালক মাটিতে পড়ে যায়, পরে ছিনতাইকারীরা অটো রিক্সা নিয়ে পালিয়ে যায়।পরে অটো রিক্সাচালক গুরুতর আহত অবস্থায় প্রান রক্ষার্থে লোকালয়ে গিয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে, নাটোর আধুনিক সদর হাসপাতালে , গুরুতর আহত অবস্থায় ভর্তি করে , পরে নাটোর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসা শেষে অবস্থার উন্নতি হলে, গত ৬ নভেম্বর রাত ৮ঃ৩৫ মিনিটে নাটোর সদর থানায় অজ্ঞাত আসামী করে অটো চালক নজরুল ইসলাম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।
আসামী অজ্ঞাত হওয়ায় তাদের সনাক্ত করতে জেলা পুলিশের প্রচুর বেগ পেতে হয়।
নাটোর জেলার মাননীয় পুলিশ সুপারের নির্দেশনায় ওসি ডিবির নেতৃত্বে, অভিজ্ঞ চৌকস টিমের অফিসারগনের অক্লান্ত পরিশ্রম, দক্ষতা,উন্নত প্রযুক্তির ব্যাবহার ও কৌশল অবলম্বন করে, ৭ নভেম্বর বৃহস্পতিবার নাটোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার অভিজ্ঞ টিম অটোরিকশা উদ্ধার, আসামি সনাক্ত করতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন, এ সময় অটো রিক্সা ছিনতাইকারীর ৪ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরে আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে ছিনতাইকৃত অটোরিকশা ও ব্যাটারি উদ্ধার পুর্বক জব্দ করা হয় ।
নাটোর সদর থানার মামলার সূত্র,ও আসামীদের দেয়া তথ্য মতে গ্রেফতারকৃত আসামীরা হলেন,১:- মোঃ সবুজ(২৪) সে নাটোর সদর থানার লেঙ্গুরিয়া, বিহারিপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে । ২:-আল আমিন হোসেন(২৬) একই থানার কামার দিয়ার,রাজাপুর গ্রামের, মৃত রফিকুল ইসলামের ছেলে ৩। মোঃ নুর আলম (২৮) সে চাদপুর জেলার কচুয়া থানার তারা পোল্লা গ্রামের মোঃ দুলু মিয়ার ছেলে,৩নং আসামী নাটোর সদর থানার চকবৈদ্যনাথ গুড়ের আড়ৎ এলাকায় জনৈক মৃত আব্দুল জলিলের বাসায় ভাড়া থাকতেন।৪:-মোঃ গোলাম মোস্তফা বুলবুল (৩৩), সে রাজশাহী বাগমারা থানার কোনাবাড়ীয়া সোনাডাঙ্গা গ্রামের মোঃ আবুল কালামের ছেলে, তিনিও শহরের চকবৈদ্যনাথ এলাকার মানিকের বাসায় ভাড়া থাকতেন।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।