মোঃ সারোয়ার হোসেন অপু
স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীর উপর ছাত্রলীগের আতর্কিত হামলার প্রতিবাদে ও রাষ্ট্রপতি কে বহিষ্কারের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নওগাঁর মহাদেবপুর উপজেলা শাখার আয়োজনে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এক দুই তিন চার চুপ্পু তুই গদি ছাড়,দফা এক দাবি এক রাষ্ট্রপতির পদত্যাগ, চুপ্পু তুই নিপাত যা বাংলা ছেড়ে ভারত যা,ছাত্রলীগের আস্তানা ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও,ছাত্রলীগের ঠিকানা এই বাংলায় হবে না,ধরো দরি মারো টান চুপ্পু হবে খান খান এই শ্লোগানগুলো কে সামনে রেখে ২৩ আক্টোবর বুধবার সকাল ১১ টায় বিক্ষোভ মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রর্দক্ষন করে চৌমাথা(মাছেরমোড়ে) সমাবেশে মিলিত হয়ে তাদের দাবিসমূহ উপস্থাপন করেন ১,মুজিববাদী সংবিধান অর্থাৎ ৭২ এর সংবিধান বাতিল করে দিয়ে নতুন করে সংবিধান লিখতে হবে।২,এই সপ্তাহের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। ৩,ফ্যাসিবাদী সংবিধানের রাষ্ট্রপতি চুপ্পুকে এই সপ্তাহের মধ্যে পদচ্যুত করতে হবে।৪,অভ্যুথানের স্পিরিট ও জুলাই বিপ্লবের স্পিরিটের আলোকে চব্বিশ পরবর্তী বাংলাদেশ বিনির্মানে এই সপ্তাহের মধ্যে নতুন করে জারি করতে হবে। ৫,বিগত তিনটি (২০১৪,২০১৮,২০২৪)নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে। এতে বক্তব্য রাখেন উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল্লাহ আল নাঈম, সাজিদ বিন আলম সম্রাট, মেহেদী হাসান মোহাম্মদ আব্দুল্লাহ ও মাহিপ্রমুখ। তাছাড়াও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা,বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীর উপর ছাত্রলীগের আতর্কিত হামলার ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাষ্ট্রপতি কে বহিষ্কারের দাবী জানান।