সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সাগরে ইলিশ উন্নয়নে নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ থেকে বিরত থাকতে ও ক্ষতি পুষিয়ে নিতে জেলেদের মধ্যে গরুর বাছুর বিতরণ করা হয়েছে সীতাকুণ্ডের ইউ এন ও কে এম রফিকুল ইসলাম।
বুধবার (৯অক্টোবর) সকাল ১১টায় সীতাকুণ্ড উপজেলা চত্বরে মৎস অধিদপ্তর কর্তৃক আয়োজিত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্হাপনা প্রকল্পের আওতায় সম্পদভোগী জেলেদের বিকল্প কর্মসংস্হান উপকরণ জেলেদের মধ্যে গরু বিতরণ করা হয।
সীতাকুণ্ড মৎস কর্মকর্তা আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে গরু বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) আব্দুল্লাহ আল মামুন,সমাজ সেবা কর্মকর্তা লুৎফর নাহার,প্রেসক্লাবের সহ সভাপতি সৈয়দ ফোরকান আবু,সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী,সহ সভাপতি খায়রুল ইসলাম।
ইউ এন ও কে এম রফিকুল বলেন,সাগরে ইলিশের প্রজনন সময়ে জেলেদের কে সরকার ইলিশ আহরণ থেকে বিরত থাকে বাধ্য করি,কিন্তু তাদেরতো পেট আছে, ক্ষিদা আছে,তার সরকার তাদের কে চাল,সময়ে নগদ টাকা ও গরু বিতরণ করে থাকি,ইলিশ প্রজননের সময় টুকু একটু কষ্ট করতে হবে সবাই কে,এসময় সাগরপারে সকল বরফ কলগুলোও বন্ধ রাখতে আহবান জানান।আলোচনা শেষে অতিথিবৃন্দ গরুগুলো জেলেদের হাতে তুলে দেন।