রামপাল থেকে আশিকুর রহমান জালি।
রামপালের গৌরম্ভা ও রাজনগর ইউনিয়নে পৃথক দুটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকাল ৩টায় গৌরম্ভা বাস স্ট্যান্ড চত্বরে ইউনিয়ন জামায়াতে উদ্দেগে এই সভার আয়োজন করা হয়। ইউনিয়ন জামায়াতের সভাপতি মাষ্টার আলমগীর হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা নায়েবে আমির ও কেন্দ্রীয় সুরা সদস্য এ্যাড মাওলানা শেখ আঃ ওয়াদুদ ।
গতকাল বিএনপির সন্ত্রাসীদের হামলায় আহত হন শিবিরের গৌরম্ভা ইউনিয়নের ছয় জন কর্মী। এ ঘটনার তিব্র নিন্দা জানান তিনি। তিনি হুশিয়ার দিয়ে বলেন চুপ আছি বলে দূর্বল ভেবো না। যে জামায়াতের আমিরের এক ঘোষণায় সবাই কে ক্ষমা করে দেওয়া হয়েছে সেই আমিরের ঘোষণায় এর দাঁতভাঙ্গা জবাব ও দিতে পারি। তিনি আরও বলেন জামায়াত কে কঠোর হতে বাধ্য করবেন না।
অপর এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় রাজনগর ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে। ইউনিয়ন জামায়াতে সেক্রেটারি কাজী ইমরান হুসাইনের উপর বিএনপির সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিকেলে ৫ টায় এই সভার আয়োজন করা হয়। এখানে ও প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেখ আঃ ওয়াদুদ ।এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হুসাইন, রামপাল উপজেলা আমির আলহাজ্ব মল্লিক আ হাই, সেক্রেটারি মাওলানা জিহাদুজ্জামান উপজেলা যুব জামায়াতের সভাপতি সাবেক ছাত্রনেতা শেখ আসাদুজ্জামান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোল্ল্যা মাহবুবুর রহমান প্রমুখ।