নাগেশ্বরী (কুড়িগ্রাম)প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ উপ-শাখা কর্তৃক আয়োজিত গ্রাহক সেবা মাস উপলক্ষে গ্রাহকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো “গ্রাহক আস্থায় ফিরবে দিন “দেশ গড়ায় অংশ নিন”
বক্তারা ইসলামী ব্যাংক বাংলাদেশ এর গ্রাহকদের জামানতের নিরাপত্তা, গ্রাহক সেবার নিশ্চিয়তা সহ সকল শ্রেনি পেশার লোকদের আমানত বৃদ্ধি করার আহবান জানান।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ ইসলামী ব্যাংক ভুরুঙ্গামারী শাখার ফাস্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ আকরামুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী,
এছাড়াও উপস্থিত ছিলেন,
জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া, উপজেলা আমির মাওলানা আব্দুল মান্নান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বেলাল মাস্টার, নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমির প্রধান শিক্ষক কে এম আনিছুর রহমান, পৌর আমির মাওলানা আফজাল হোসেন সরকার
নাগেশ্বরী সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুস সালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সভাপতি মাওলানা মকবুল হোসাইন, নাগেশ্বরী আলিয়া মাদ্রাসার প্রভাষক ড. মো. আব্দুর রহিম মুকুল,
সিনিয়র অফিসার আনিছুর রহমান, জুনিয়র অফিসার নুর মোহাম্মদ সহ অনেকে।
ইসলামী ব্যাংক নাগেশ্বরী উপ-শাখার ব্যবস্থাপক
রকিবুল হাসান সিনিয়র প্রিন্সিপাল অফিসারের সভাপতিত্বে কোরআন তেলাওয়াত করেন শহিদুল ইসলাম সিনিয়র ফিল্ড অফিসার, সঞ্চালনায় ছিলেন শামসুল হক সিনিয়র অফিসার