ধনবাড়ী‌তে কারিগরি শিক্ষা বোর্ডের অধী‌নে বেসিক কম্পিউটার কোর্সের লিখিত পরীক্ষা

শ‌হিদুল ইসলাম : ধনবাড়ী প্রতি‌নি‌ধি

সবার জন্য কম্পিউটার শিক্ষা এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ী‌তে কম্পিউটার শিক্ষার বিস্তা‌রের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত সবুজ কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট (SCTI) , প্রতিষ্ঠান ও কেন্দ্র কোডঃ ৫৪২৭৭।

গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় সারা দেশে একযোগে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধী‌নে জাতীয় দক্ষতামান বেসিক শিক্ষাক্রম (৩৬০ ঘন্টা মেয়াদী) পরীক্ষা, সেশন: জানুয়ারি-জুন ২০২৪ খ্রি. সবুজ কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট (SCTI) এর কে‌ন্দ্রের ক‌ম্পিউটার কোর্সের তাত্ত্বিক ও ব্যবহারিক পরীক্ষা সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুল, ধনবাড়ী, টাঙ্গাইল ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে। এতে পরীক্ষায় অংশগ্রহনকারী মোট শিক্ষার্থী ছিল ২৬৯ জন।

জানা যায়, উক্ত পরীক্ষায় অংশ গ্রহণ কারীরা উত্তীর্ণ হয়ে দক্ষ স্কেল নিয়ে বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও স্কুল কলেজে চাকুরি করার সুযোগ রয়েছে। পরীক্ষা শেষে ফলাফলে উত্তীর্ণ শিক্ষার্থীরা পাবে বাং‌লা‌দেশ কারিগরি শিক্ষা বোর্ড থে‌কে দক্ষতা সনদ।

যেসকল বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেগুলো হলো- (১) কম্পিউটার অফিস এপ্লিকেশন (২) ডাটাবেস প্রোগ্রামিং

উক্ত পরীক্ষায় বাংলা‌দেশ কা‌রিগ‌রি শিক্ষা বোর্ড পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সরকা‌রি টেকনিক্যাল স্কুল ও ক‌লেজের শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান লিটন।

আরো উপ‌স্থিত ছিলন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার এর প্রতি‌নি‌ধি ধনবাড়ী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন , সা‌কিনা মে‌মো‌রিয়াল গার্লস হাই স্কু‌লের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত ) মোঃ গোলাম রাব্বা‌নি , সবুজ কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট (SCTI) এর কে‌ন্দ্র সচিব গোলাম মওলা সবুজ ।

পরীক্ষা চলাকালীন সময় উপ‌স্থিত প্রতি‌নি‌ধিগন প্রতি‌টি হল প‌রিদর্শন ক‌রেন ও সন্তুষ্টি প্রকাশ ক‌রেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *