নাগেশ্বরীতে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটিতে যুবদের অন্তর্ভুক্তি ও সক্ষমতা বৃদ্ধি কর্মশালা অনুষ্ঠিত

বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধিঃ

নাগেশ্বরী উপজেলা পরিষদ হল রুমে, ২৫ আগষ্ট ২০২৪ চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের উদ্যোগে, ইউনিয়ন ও উপজেলা বাল্যবিবাহ প্রতরোধ কমিটিতে যুবদের আন্তভূক্তি এবং সক্ষমতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার জনাব সিব্বির আহমেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার জনাব মোঃ ময়দান আলী, ও সিএনবি প্রকল্প সমন্বয়কারী জনাব মো. মাহমুদুল হাসান, অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএনবি প্রকল্পের টেকনিক্যাল অফিসার-ইয়ুথ লীড, জনাব মোঃ ইলিয়াস আলী। অনুষ্ঠানে ১৫টি যুব সংগঠনের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন- সিএনবি প্রকল্পের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধে ইউনিয়ন ভিত্তিক যুব সংগঠনগুলো সক্রিয়ভাবে ভূমিকা পালন করছে। বাল্যবিবহা নিরোধ আইন ২০১৭ এবং বাল্যবিবাহ নিরোধ বিধিমালা-২০১৮ বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালনের জন্য দায়িত্ব প্রদান করেন। বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরীদের পরিবারগুলোকে মনিটরিং এর আওতায় রাখতে হবে। সমাজের সকল ধরনের অনিয়মের বিরুদ্ধে যুবদেরকে সক্রিয় থাকারও আহব্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *