রিংকু রায়, মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি :
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত সুধী সমাবেশে বেসমারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও নেত্রকোণা- ৪ আসনের এমপি সাজ্জাদুল হাসান প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমি স্বচ্ছতা ও সততা নিয়ে কাজ করতে চাই। আমি অন্যায় পছন্দ করি না। কেউ অন্যায়ভাবে কিছু করলে আমি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো। বুধবার উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত ওই সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি এমপি সাজ্জাদুল হাসান মোহনগঞ্জের মাদক, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন সমস্যার বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
উপজেলা নিবার্হী অফিসার রেজওয়ানা কবীরের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদ ইকবাল, পৌরসভার মেয়র লতিফুর রহমান রতন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান খান রুবেল, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার শিল্পী, আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হান্নান রতন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হক, ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক শফিকুল ইসলাম মামুন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়েজ রহমান প্লাবন প্রমুখ বক্তব্য রাখেন। সুধী সমাবেশের পরপরই প্রধান অতিথি এমপি সাজ্জাদুল হাসান বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন।