‘‘মাগুরা মোহাম্মদপুর পানিঘাটা মধ্যপাড়া ঢোকচান্দের মাঠে জোড়া খুনের মামলায় এজাহার নামীয় দুইজন পলাতক আসামী গ্রেফতার ”

 

ফয়সাল হায়দার
জেলা প্রতিনিধি মাগুরা।

মাগুরা, ২১ জুন, ২০২৪খ্রিঃ

গত ৩০/১২/২০২৩ খ্রিঃ মাগুরা মোহাম্মদপুর থানাধীন পানিঘাটা মধ্যপাড়া ঢোক চান্দেরমাঠে পূর্ববিরোধের জের ধরে পূর্ব পরিকল্পনা মোতাবেক ভিকটিম ১. সবুজমোল্লা (৩০) ও ২. হৃদয় মোল্লা (১৭) উভয় পিতা মো: মন্জু মোল্লা সাং- পানিঘাটা মধ্যপাড়া, থানা- মোহাম্মদপুর, জেলা-মাগুরা দ্বয়কে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। প্রাথমিক তদন্তে জানাযায় পূর্বশত্রুতার জের ধরে আসামীরা পূর্ব পরিকল্পনা মোতাবেক ১. সবুজমোল্লা (৩০) ও ২. হৃদয়মোল্লা (১৭) দ্বয়কে ডাব খাওয়ার কথা বলে ৩০/১২/২০২৩ দিবা গত রাত্রে আনুমানিক ০৯.০০ ঘটিকার সময় ঢোকচান্দের মাঠে নিয়েযায়। ভিকটিমদ্বয় তাদের কাংখিত স্থানে পৌছালে আসামীরা অতর্কিতভাবে ভিকটিমদ্বয়কে আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে জবাইকরে হত্যা করে।

মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় মাগুরা জেলার পুলিশ সুপার জনাব মো: মশিউদ্দেৌলা রেজা, পিপিএম (বার) মহোদয় পলাতক আসামীদের গ্রেপ্তারের জন্য নির্দেশনা প্রদান করেন। আসামীরা গ্রেপ্তার এড়ানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করলেও পুলিশসুপার মহোদয়ের সুনির্দষ্ট নির্দেশনা মোতাবেক জেলা গোয়েন্দা শাখা এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মাগুরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মামলার অন্যতম দুইজন পলাতক আসামী ১। আব্বাস (৩৫),পিতা-মৃত জয়দার মোল্যা, ২। রজব আলী (৩০), পিতা-নুরুল হক উভয়ের গ্রাম-পানিঘাটা, থানা-মহম্মদপুর, জেলা-মাগুরাদের আজ ২১-০৬-২০২৪ খ্রিঃ রাত ০২:০৫ ঘটিকায় ফরিদপুর জেলার বোয়ালমারী থানা এলাকা হতে গ্রেপ্তার করে। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হবে। উল্লেখ্য যে, ইতোপূর্বে এই মামলার এজাহার নামীয় ০৪ জন আসামী গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং তাদের মধ্যে আসামী আশিক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। সহযোগী অপরাপর পলাতক আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *