চা ব্যবসায়ীর উপর  সন্ত্রাসী হামলায় বনিক সমিতির  মানববন্ধন।

বিপুল রায়- কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম সদর কাঁঠাল বাজারে  চা  ব্যবসায়ী মোঃ বাইজিদ এর উপর সন্ত্রাসী হামলা প্রতিবাদে ঘন্টাব্যাপী  মানববন্ধন করেছে কাঁঠালবাড়ি বাজার বণিক সমিতির ও বাজার পরিচালা কমিটির সদস্যরা।  বাজারের সংলগ্ন রাস্তা এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।গত বুধবার সন্ধ্যায় কাঁঠালবাড়ি বাজারে কালী মন্দিরের সামনে মাদক সেবী ও মাদক বিক্রেতার মধ্যে ব্যাপক   মারধর শুরু হয় । এতে স্থানীয় দোকানদারা এগিয়ে আসলে তাদের কথা উপেক্ষা করে ব্যবসায়ীদের  উপরও মারধর  ও দোকানপাট ভাঙচুর লুটপাট শুরু  করে।

এরপর দফায়দা ব্যবসায়ীদের সঙ্গে  দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ  হয়। এতে বাইজিদ নামক এক চা ব্যবসায়ীকে  রড ও  বাঁশ দিয়ে  আঘাত করলে মাথা ফেটে যায়। সে চিকিৎসাধীন অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ।

পরবর্তীতে ৯৯৯ খবর পেয়ে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ  রহমান সহ দুই ভ্যন  পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে।  সব দোকানপাটে ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন এবং সুষ্ঠু বিচারের  আশ্বাস দেন।

মানববন্ধনে এ সময় বক্তারা বলেন , কাঁঠালবাড়ি বাজার একটি শান্তিপূর্ণ বাজার  এখানে বিভিন্ন গ্রুপ এসে চাঁদা দাবি করে, সন্ত্রাসী হামলা চালায় ফলে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি।  তাই প্রশাসনের কাছে আমাদের দাবি  আমরা পেটের দায়ে রুটি রোজগার করার জন্য ব্যবসা খুলে বসে আছি । কোন সন্ত্রাসীদের কাছে আমরা মাথা নত করতে চাই না। এই নেক্কার জনক ঘটনার  দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এতে সকল দোকানদার সাধারণ মানুষ  অংশগ্রহণ করেন।

হামলাকারী ১ নং আসামে আশিকুল ইসলাম আশিক কে অভিযোক্ত করে আরো অজ্ঞাত ৫/৭ জনের বিরোদ্ধে কুড়িগ্রাম  সদর থানায় একটি  লিখিত অভিযোগ দায়ের করেন।

এসময় বক্তব্য রাখেন বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক  মাহবুব আল হোসাইন প্রধান,বণিক সমিতির সভাপততি মোঃ আবুল কাশেম, ব্যাপারী বণিক সমিতি সদস্য আইয়ুব আলী ব্যাপারী আতাউর রহমান সৌরভ, এনামুল হক বীর, মোঃ লাভলু  সহ আরো অনেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *