গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে দ্বি-মাসিক সমন্বয় সভা 

বিপুল রায়- কুড়িগ্রাম প্রতিনিধিঃ

নওগাঁর রানীনগরে গ্ৰাম আদালত কার্যক্রমের অগ্ৰগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ মে ২০২৪ ইং বৃহস্পতিবার বিকেলে রানীনগর উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর যবনিকা রানীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জনাব উম্মে তাবাসসুম উপজেলা নির্বাহী অফিসার,রানীনগর, নওগাঁ। সভাটিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোছাঃ আজমেরী আক্তার হিসাব সহকারী খট্রেশ্বর,রানীনগর,জনাব মেহেদী হাসান হিসাব সহকারী কাশিমপুর, মোঃ আসলাম হোসেন হিসাব সহকারী গোনা, শ্রী বিমান সাহা হিসাব সহকারী পারইল মোছাঃ রিমু বেগম হিসাব সহকারী বড়গাছা , মোঃ ফারুক হোসেন হিসাব সহকারী কালিগ্রাম মোঃ মিজানুর রহমান হিসাব সহকারী একডালা, শ্রী কার্তিক কুমার প্রামানিক,হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর, মিরাট ইউনিয়ন পরিষদ।

উক্ত সভায় জনাব উম্মে তাবাসসুম উপজেলা নির্বাহী অফিসার,রানীনগর, নওগাঁ বলেন,সুবিধাবঞ্চিত ও প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর বিচারব্যবস্থায় প্রবেশাধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে, বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে অল্প সময়ে স্বল্প খরচে দ্রুত ন্যায় বিচার পেতে প্রান্তিক জনগোষ্ঠীর আইনি সেবা নিশ্চিত করতে গ্রাম আদালত ব্যাপক ভূমিকা রাখছে। গ্রাম আদালতকে আরও কার্যকর করতে ব্যাপক প্রচার ও জনসচেতনতা প্রয়োজন এজন্য উপস্থিত সকল হিসাব সহকারীদের বিভিন্ন দিক নিদের্শনা মূলক পরামর্শ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *