বহ্মপুত্র নদীর ভাঙ্গন রোধকল্পে ড্রেজিং প্রকল্পের উদ্বোধন।

 

বিপুল রায়- কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের জেলার  উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে ব্রহ্মপুত্র নদীর ডানতীরে প্রায় ৮ শত কিঃ মিঃ নদী ভাঙ্গন রোধকল্পে  ড্রেজিং প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার  (৩০ এপ্রিল) উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের  মোল্লারহাটে ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গন রোধে কুড়িগ্রাম -৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা ড্রেজিং প্রকল্পটির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন খুলনা ড্রেজার পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, তত্বাবধায়ক প্রকৌশলী যান্ত্রিক মোঃ শওকত আলী, গাইবান্ধা নির্বাহী প্রকৌশলী ( যান্ত্রিক)  মোঃ মনিরুল ইসলাম, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোঃ ইসমত ত্বহা ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সরদার, বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া, বেগমগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক  আতাউর রহমান ও বেগমগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের  সভাপতি মোঃ আব্দুর রশিদ উপস্থিত ছিলেন

 

ডেজিং পদ্ধতি উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় কুড়িগ্রাম -৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ প্রসাদ পান্ডে গবা বলেন শেখ হাসিনার সরকারকে আপনারা পুনরায় ভোট দিয়ে  নির্বাচিত করেছেন বলেই দেশের উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে।উক্ত আলোচনা সভায় বেগমগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন ইউনিয়নের বিভিন্ন সমস্যা সংসদ সদস্যের সামনে উপস্থাপন করে দ্রুত এগুলো সমাধানের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *