সেনবাগে কিশোরগ্যাংয়ের হামলায় যুবকের মৃত্যু —

নোয়াখালী জেলা প্রতিনিধি —

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৭ নং মোহাম্মদপুর ইউনিয়নের সেবারহাট বাজারে কিশোরগ্যাং দ্বারা
শাওন (১৮) নামের এক কিশোরকে হত্যা করা হয়েছে।।

উল্লেখ্য যে, বুধবার (১৭-এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে সেবারহাট বাজারে দুই গ্রুপের মধ্যে বৈশাখী মেলা বসানো নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে শাওনসহ ৭ জন আহত হয়। এর মধ্যে শাওন ও পিয়াস নামে দুইজনের অবস্থা গুরুতর হলে তাদের ফেনী জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার জন্য পিয়াসকে চট্টগ্রামে পাঠান। অপর আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শাওন উত্তর রাজারামপুর গ্রামের জমাদার বাড়ীর কচি মিয়ার ছেলে।

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে বলে জানতে পেরেছি। আমি পুলিশের টিম নিয়ে ঘটনাস্থলে আছি। শাওনকে ফেনী সদর হাসপাতালে নিলে তার মৃত্যু হয় বলে খবর পেয়েছি। অপরাধীদের গ্রেফতারে অভিযান চলমান।’

এলাকা বাসীর দাবী, সেনবাগের প্রতিটি ইউনিয়ন ও মহল্লায় কিশোরগ্যাংয়ের সীমাহীন উৎপাতে জনজীবনে ভয় এবং শঙ্কা বিরাজ করছে। আত্ম-সম্মানের বয়ে কেউই প্রতিবাদ করার সাহস করেন না
এদের পিছনে রাজনৈতিক নেতাদের পৃষ্ঠপোষকতা রয়েছে বলে জানা গেছে।।

কিশোরগ্যাংয়ের এই সীমাহীন উশৃংখলা নিরসনে প্রশাসন এবং সংশ্লিষ্ট সচেতন সমাজকে এখনই শক্ত প্রদক্ষেপ নেয়া সময়ের দাবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *