প্রশিক্ষণ শেষে বিনামূল্যে ল্যাপটপ পেলেন ২৬৫ নারী

রাহুল রহমান

শরীয়তপুর

শরীয়তপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন হার পাওয়ার প্রকল্পের মাধ্যমে জেলার ৩ টি উপজেলায়র আইটি সার্ভিস প্রোভাইডার ও ওমেন কল সেন্টার এজেন্ট ক্যাটাগরিতে সর্বমোট ২৬৫ জন নারী প্ররিক্ষণার্থীকে একটি করে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে পৌরসভা অডিটরিয়াম মিলনায়তনে প্রশিক্ষণার্থীদের হাতে এ ল্যাপটপ তুলে দেয়া হয়।

প্রশিক্ষণ শেষে ফ্রি ল্যাপটপ পাওয়ায় নতুন কর্মসংস্থানসহ আয়ের স্বপ্ন দেখছেন প্রশিক্ষণার্থীরা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে, সাবেক পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, ১৯৯৬ সরকারে আমলে সেনাবাহিনীতে মেয়েরা অন্তর্ভুক্ত হয়েছে। এখন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত মেয়েরা আছেন। মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ পেলেই একজন নারীকে সেনা প্রধানও করতে পারেন ।

এ সময় জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদের
সভাপতিত্বে উপস্থিত ছিলেন,শরীয়তপুর-১ আসনের সংসদ ইকবাল হোসেন অপু, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম সহ বিভিন্ন মিডিয়ার গণমাধ্যমকর্মী be এবং বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তাগণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *