সুমিত সরকার উদয়,ময়মনসিংহ
ময়মনসিংহে মাসব্যাপী মাদ্রাসার ছাত্রদের মধ্যে ইফতার বিতরণ কার্যক্রমের আয়োজন করেছে ময়মনসিংহের অন্যতম বৃহত্তর অরাজনৈতিক মানবসেবামূলক সংগঠন মানবকল্যান ফোরাম।
কয়েক দিন পরপর ময়মনসিংহ শহরের বিভিন্ন পয়েন্টে দিনমজুর, রিকশাচালক ও দুস্থ ও মাদ্রাসা এতিম ছাত্র-ছাত্রীদের মধ্যে ইফতার সামগ্রী তুলে দেন সংগঠনের সদস্যরা।
পবিত্র মাহে রমজানে দুস্থ ও অসহায় রোযাদার ব্যক্তির মুখে খাবার তুলে দিতে এগিয়ে এসেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সামাজিক মানবকল্যান ফোরাম। এ লক্ষ্যে পবিত্র মাহে রমজান উপলক্ষে, মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্যেশ্যে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের দারুল উলূম বৈষ্যপাট্টা মাদ্রাসার ২০০ জন ছাত্রদের সাথে ইফতারের আয়োজন করে সংগঠনটি। আর এ কাজেই আনন্দ খুঁজে নিয়েছেন মানবকল্যান ফোরাম কর্মীরা।
প্রাকৃতিক নানা দুর্যোগে ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের মূল উদ্দেশ্য। মানবসেবায় এ ধরনের কল্যাণকর কাজে আরও অংশগ্রহণ বাড়ানোর আশা সংগঠনের সভাপতির এম. জুবায়ের আহমেদ ।
মানবকল্যান ফোরামের সভাপতি এম.জুবায়ের আহমেদ বলেন, গরীব- অসহায় ও বিভিন্ন মাদ্রাসার ছাত্রছাত্রীদের মাঝে ইফতারের আয়োজন চলমান আছে।বিশেষ করে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার ছাত্রদের ব্যপারে আমরা সর্বাধিক প্রাধান্য দেই। সকলের সহযোগিতায় আমরা আশা করছি আমাদের এই কার্যক্রম পুরো রমজান মাস ব্যাপি চলমান থাকবে,ইনশাআল্লাহ।