রিংকু রায় (নেত্রকোণা) মোহনগঞ্জ :
নেত্রকোনার মোহনগঞ্জে গলাকেটে হত্যার পর মুখে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনায় নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তার নাম সাইফুল ইসলাম (৪১)। সে ঝিনাইদহ জেলার কোর্ট চাঁদপুর উপজেলার বিশ্বাসপাড়া কাশিপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে। নিহত সাইফুল ইসলাম ঢাকায় মোটর সাইকেল রাইড শেয়ারিং করত। এদিকে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে ক্লু-লেস এ হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ প্রধান আসামী অন্তর আহমেদ শান্ত (২১) কে শুক্রবার ভোরে গ্রেপ্তার করেছে মোহনগঞ্জ পুলিশ। ওই আসামীকে পুলিশ তার নিজ বাড়ি খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের হারাকান্দি সুলতানপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। একই সঙ্গে ভিকটিমের ছিনতাই হওয়া মোটর সাইকেলটিও উদ্ধার করা হয়। মোহনগঞ্জ থানার ওসি (তদন্ত) শফিকুজ্জামান জানান, শুধুমাত্র মোটর সাইকেলের লোভে এই হত্যাকান্ড সংঘটিত হয় বলে গ্রেপ্তার অন্তর আহমেদ শান্ত স্বীকার করেন। জিজ্ঞাসাবাদে আসামী অন্তর আহমেদ শান্ত পুলিশকে জানায়, ঢাকা থেকে ৩ হাজার টাকায় ভাড়া করে রাইড শেয়ারিং সাইফুল ইসলামকে মোহনগঞ্জে নিয়ে আসে এবং পরিকল্পনামত সঙ্গীদের নিয়ে তাকে হত্যা করে। ওই হত্যাকান্ডের ঘটনায় নিহতের বড়ভাই সিফাত উল্লাহ্ বাদী হয়ে শুক্রবার মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উল্লেখ্য, বুধবার দিবাগত রাতে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের হানবীর গ্রামের দেওরাজানস্থ নদীর পূর্ব পাশের তেল্লা বালুচরে ওই হত্যাকান্ড সংঘটিত হয়।