বদলগাছীতে অভিনব কায়দায় লুকায়িত ৭২ কেজি গাঁজা উদ্ধার গ্রেফতার-১

মোঃ সারোয়ার হোসেন অপু
স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর বদলগাছী উপজেলার চারমাথা মেইন রাস্তা থেকে ৭২ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

২৮ ফেব্রুয়ারি বুধবার নওগাঁ জেলা সার্কিট হাউসে র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী মনির হোসেন (৪২) সিলেট জেলার জকিগঞ্জ থানার কুচরাই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। এবং পলাতক অপর আসামি লক্ষিপুর জেলা সদরের নদনপুর গ্রামের মো. আলমগীর (৪৪)।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস আভিযানিক দল গত ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ১০.০০ ঘটিকায় বদলগাছী থানাধীন চারমাথা মোড় হতে ০১ টি প্রাইভেট কার ০২ টি মোবাইল ০৩ টি সিমকার্ড ও মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত নগদ ৪,০০০/- টাকা উদ্ধার ও মাদক কারবারি মনিরকে গ্রেফতার করা হয়। এবং পলাতক অপর আসামি আলমগীর কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে গ্রেফতারকৃত আসামির প্রাইভেট কারে লুকায়িত অবৈধ মাদকদ্রব্য ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামি মুনির ও পলাতক আসামি আলমগীর (চালক) চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহ করে আসছে বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসা বাদে মনির জানায়, সে দীর্ঘদিন যাবত কুমিল্লার সীমান্তবর্তী অঞ্চল হতে গাঁজার চালান সংগ্রহ করে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে প্রাইভেট কারে গাঁজা সরবরাহ করে আসছিল।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার বদলগাছী থানায় হস্তান্তর করা হবে বলেও জানায় র‍্যাব-৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *