আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাঘাইছড়িতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী
মোঃ শামিম উদ্দিন – (বাঘাইছড়ি) প্রতিনিধি
২১/২/২০২৪
রাঙামাটির বাঘাইছড়িতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা।
বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ও সাগরিকা চাকমা, সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুর রহমান, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর উপস্থিত ছিলেন।
কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা, উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুসাদ্দিক সরকার৷ এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে বর্তমান প্রজন্মকে মাতৃভাষা নিজস্ব সংস্কৃতি চর্চায় আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার পরামর্শ প্রদান করেন শিক্ষার্থীদের। একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ভবিষ্যতে অন্তত ৩ দিনের জন্য বাঘাইছড়িতে বই মেলার আয়োজনের দাবী জানান বক্তারা।
শহীদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
এর আগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে বাঘাইছড়ি উপজেলা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বাঘাইছড়ি থানা, বাঘাইছড়ি পৌরসভা, বাঘাইছড়ি ভূমি অফিস, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ রাজনৈতিক-অরাজনৈতিক সামাজিক সংগঠন।