পা দিয়ে লিখে পরীক্ষা দেয়া সিয়ামের লেখা-পড়া’র দায়িত্ব নিলেন ওসি

পা দিয়ে লিখে পরীক্ষা দেয়া সিয়ামের লেখা-পড়া’র দায়িত্ব নিলেন ওসি

মাসুদ রানা সরিষাবাড়ী জামালপুর প্রতিনিধি : জন্ম থেকে দুই হাত বিহীন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের উদনাপাড়া গ্রামের দিনমজুর জিন্নাহ মিয়ার ছেলে সিয়াম মিয়া (১৫)। ছোটবেলা থেকে বাম পা দিয়ে লিখে নিজের পড়াশোনা চালিয়ে আসছে সে। অভাবের সংসারে চতুর্থ শ্রেণিতে পড়া-শুনাকরাবস্থায় একবার পড়াশোনা বন্ধ হয়েও গিয়েছিল তার। অভাব অনটন ও শাররীক প্রতিবন্ধকতা কে উপেক্ষা করে অদম্য ইচ্ছাশক্তির ফলে আবারও ঘুরে দাঁড়িয়েছে সিয়াম মিয়া। তার দুই হাত ছাড়াই বাম পা দিয়ে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে সিয়াম মিয়া। সিয়াম পিতা-মাতার তিন সন্তানের মধ্যে সবার ছোট।
এ নিয়ে গত ১৬ ফেব্রæয়ারী দৈনিক আমাদের সময়, দৈনিক সময়ের আলো, প্রথম আলো পত্রিকা ও বিজয় টিভিতে প্রচারিত বিভিন্ন শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।ওই সংবাদটি মানবিক সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান এর নজরে আসে। এ প্রেক্ষিতে আজ শনিবার (১৭ ফেব্রয়ারী) দুপুরে শাররীক প্রতিবন্ধী সিয়াম মিয়ার বাড়িতে গিয়ে সিয়াম সহ তার বাবা জিন্নাহ মিয়া ও মাতা জোসনা বেগম এর সাথে সৈজন্য সাক্ষাত করেন এবং সিয়ামের পড়াশুনার খরচের সর্বাত্মক সহযোগীতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি। ওসি’র এ মানবিকতার প্রতিশ্রুতি পেয়ে খুশীতে চাপা-কানায় ভেঙ্গে পড়েন সিয়ামের বাবা-মা। এ সময় সরিষাবাড়ী থানার এস আই মাহমুদুল হাসান সহ সিয়ামের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *