বেলকুচি তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

বেলকুচি তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে ঐতিহ্যবাহী ক্ষ্যতিনামা সুনামধন্য তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা নিত্য পরিবেশন ও বিভিন্ন খেলাধুলায় অংশ গ্রহণাকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে সম্মানিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে অতিথিরা খেলার মাঠ ও কুচকাওয়াজ পরিদর্শন করে ক্রিড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

১৩ই ফেব্রুয়ারি তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার দিনব্যাপী তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মো: ফজলার রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডিপার্টমেন্ট অব মাইক্রোবায়োলজি ড.আলী আজম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো: সামছুল হক খাঁন, বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, সোহাগপুর সরকারি এসকে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম শহিদুল রেজা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হামিদ সরকার।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব বদিউজ্জামান বদি, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শাহিন রেজা, অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *