এক মুঠো হাসি জ্ঞান অন্বেষণ প্রতিযোগিতার ফলাফল অনুষ্ঠিত

এক মুঠো হাসি জ্ঞান অন্বেষণ প্রতিযোগিতার ফলাফল অনুষ্ঠিত

মোতাব্বির হোসেন হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন এক মুঠো হাসি সমাজকল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত “এক মুঠো হাসি জ্ঞান অন্বেষণ প্রতিযোগিতা”র ফলাফল  ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গতকাল শনিবার(১০ই ফেব্রুয়ারি) সকাল ১১ টায় নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এক মুঠো হাসি সমাজকল্যাণ সংস্থার সদস্য সাইফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ, বিশেষ অতিথি হিসেবে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার দাস, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়,নবীগঞ্জ আদর্শ সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন, বড় শাখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবেল মিয়া, সার্কেল শিক্ষা সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রের সিইও সাইফুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় উক্ত অনুষ্ঠানের ১ম পর্ব  এক মুঠো হাসি সমাজকল্যাণ সংস্থার সদস্য লুবা ও আঁখি এবং ২য় পর্ব জাবেদুর রহমান এবং ৩য় পর্ব  জয়নুল হকের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন মোস্তাকিম চৌধুরী ফারাবী।

এক মুঠো হাসি জ্ঞান অন্বেষণ প্রতিযোগিতার ক  বিভাগে ১ম স্থান হোমল্যান্ড আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের জাকারিয়া ইউসুফ মিসকাত,  ২য় স্থান আউশকান্দি র.প. উচ্চ বিদ্যালয়ের অনিন্দ অদ্রি সরকার এবং ৩য় স্থান অধিকার করেন নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফাবিহা মিলন তোহা।

খ বিভাগে ১ম স্থান হোমল্যান্ড আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শাওন দাশ নিরব, ২য় স্থান হিরা মিয়া গার্লস হাই স্কুলের পড়শী চক্রবর্তী ও  ৩য় স্থান অধিকার করেন হিরা মিয়া গার্লস হাই স্কুলের জাকিয়া আক্তার ঝিলিক।

গ বিভাগে ১ম স্থান কুর্শ্বা খাগাউড়া মাধ্যমিক বিদ্যালয় ঐশী রানী দাস, ২য় স্থান হোমল্যান্ড আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সৌমিক দাস সাম্য এবং ৩য় স্থান অধিকার করেন হোমল্যান্ড আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অয়ন রায়।

ঘ বিভাগে ১ম স্থান নবীগঞ্জ সরকারি কলেজের বিশাল আচার্য্য তন্ময়, ২য় স্থান বৃন্দাবন সরকারি কলেজের পিনাকী আচার্য্য তন্বী ও  ৩য় স্থান অধিকার করেন নবীগঞ্জ সরকারি কলেজের তামান্না আক্তার৷ এছাড়া প্রত্যেক বিভাগে ৭ জনকে বিশেষ পুরস্কার প্রদানসহ মোট ৪০ জনকে পুরস্কার প্রদান করা হয়েছে। এসময় স্বনির্ভর প্রজেক্টের আওতায় ৫ টি পরিবারের মধ্যে ছাগল বিতরন করা হয়েছে। এক মুঠো হাসি সমাজকল্যাণ সংস্থার বর্ষসেরা সদস্য নির্বাচিত হয়েছেন সাহিদা, নুহাস ও মাহবুব। উল্লেখ্য, ০৯ই ফেব্রুয়ারি এক মুঠো হাসি জ্ঞান অন্বেষণ প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ১৪৪৯ জন  শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *