নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
তিব্র শীতের কনকনে ঠান্ডায় অসহায় শীতার্থ মানুষদের সাহায্য করতে রাতের আঁধারে ঘুরে ঘুরে প্রধানমন্ত্রী’র উপহারের কম্বল বিতরণ করলেন মাধবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা। বুধবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার সুরমা চা বাগানের ৭ নম্বর বস্তি, ৮ নম্বর বস্তি, ২০ নম্বর বস্তি, সদর সহ বেশ কয়েকটি স্পষ্টে গিয়ে অসহায় শীতার্থ মানুষের মাঝে ৩শ ৩০ টি কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল । এসময় প্রধানমন্ত্রী’র উপহারের কম্বল হাতে পেয়ে অনেকেই খুশিতে কেঁদে ফেলেন। সুরমা চা বাগানের শ্রমিক নেতা প্রদীপ কৈরি জানান, এর আগে কখনো কোন সরকারি কর্মকর্তাকে দেখিনি এভাবে রাতের আঁধারে খোঁজে খোঁজে দরিদ্র মানুষকে সাহায্য করতে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল জানান, মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের কম্বলগুলো যাতে সঠিক মানুষের হাতে পৌঁছে, সেটা নিশ্চিত করার জন্য আমি রাতে ঘুরে ঘুরে প্রকৃত শীতার্থ মানুষের কাছে পৌঁছে দিয়েছি। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো: নূর মামুন, শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: পারভেজ হোসেন চৌধুরী, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এরশাদ আলী, সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, পঞ্চায়েত সেক্রেটারি বিশ্বনাথ, সদস্য রামকৃষ্ণ, লতিফ হোসেন মেম্বার প্রমূখ।