মোঃ সারোয়ার হোসেন অপু,
স্টাফ রিপোর্টারঃ
প্রেস বিজ্ঞপ্তি
জয়পুরহাট জেলার সদর থানাধীন মহরুল এলাকা থেকে ট্যাপেন্টাডল সহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে সিপিসি-৩,র্যাব-৫। র্যাব প্রতিষ্ঠাকাল থেকেই দেশের সার্বিক আইন-শূঙ্খলা পরিস্থিতি সমুনত রাখার ল” সবধরনের অপরাধী ক আইনর আওতায় নিয় আসার ও অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সস্ত্রাসী, সংবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা, এবং ধর্ষণ মামলার আসামিসহ সকল অপরাধীর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ১৯ জানুুয়ারি ২০২৪ তারিখ ১৩.০০ ঘটিকায় জয়পুরহাট জেলার সদর থানাধীন মহুরুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক
ব্যবসায়ী মোঃ নয়ন হােসেন (২৫), পিতা-মোঃ রবিউল ইসলাম, সাং- মহুরুল, থানা ও জেলা-জয়পুরহাটকে আটক করে গ্রেফতারকৃত আসামী নয়ন হােসেন এলাকার চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামী জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদক দ্রব্য খুচরা ও পাইকারী বিক্রি করতাে বলে জানা যায়। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল নয়ন এর গতিবিধি পর্যবেক্ষণ করে ১৯-০১-২০২৪ ইং তারিখ ১৩.০০ ঘটিকায় গােপন সংবাদের ভিত্তিত উক্ত আসামীকে মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ক্রয়-বিক্র্য়ের সময় জয়পুরহাট জেলার সদর থানাধীন মহুরুল এলাকায় র্যাব-৫, সিপিসি-৩ আটক করে। পরবর্তীতে সবার উপস্থিতিতে উক্ত আসামীর নিকট রক্ষিত মাদক দ্রব্য ১৫০ পিচ ট্যাপেন্টাডল
ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক সেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের
গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়ছে।