কাঁঠালিয়ায় নতুন বই পেয়ে উচ্ছাসিত শিক্ষার্থীরা

ঝালকাঠি প্রতিনিধি মোঃ আরমান সরদার

ঝালকাঠি: বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে উচ্ছাসিত ঝালকাঠির জেলার কাঁঠালিয়া উপজেলার কোমলমতি শিক্ষার্থীরা। বই হাতে পেয়ে আনন্দে মেতে ওঠেছে ক্ষুদে শিক্ষার্থীরা।

আজ সোমবার (১ জানুয়ারী) কাঁঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, কাঁঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাইলট গালর্স স্কুল এন্ড কলেজ মাঠে শিশুদের পদচারনায় মুখর হয়ে ওঠে।

নতুন বই পেয়ে তাদের আনন্দ উচ্ছাসে যেন নুতন প্রাণ পেয়েছে স্কুলের মাঠ। কাঁঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, কাঁঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাইলট গালর্স স্কুল এন্ড কলেজ সভাকক্ষে বিপুল উচ্ছাস উদ্দীপনার মধ্য দিয়ে বই বিতরণ উৎসব পালন করা হয়েছে। এদিন বেলা ১১টায় কাঁঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সভাকক্ষে এরপর কাঠালিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় এবং পাইলট গালর্স স্কুল এন্ড কলেজ মাঠে এসব বই বিতরণ সভায় সভাপতি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো.নেছার উদ্দিন।

প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.এমাদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভুমি) ফারজানা ববি মিতু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.বদিউজ্জামান সিকদার, নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু.আনোয়ার আযিম, প্রাথমিক শিক্ষা অফিসার মো.আমিনুল ইসলাম ও কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক নাহিদ। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক মো.মিজানুর রহমান, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মুজিবুর রহমান, মো.জলিলুর রহমান আকন, সহকারি শিক্ষা অফিসার কিং ফয়সাল, মো.সোলায়মান হোসেন, প্রধান শিক্ষক দিলরুবা পারভিন ও শিক্ষার্থী ফারজানা আক্তার প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *