মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের প্রতিবাদে আ.লীগের বিক্ষোভ মিছিল

রিংকু রায় (নেত্রকোণা) মোহনগঞ্জ :

মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়ে ৪জন যাত্রী হত্যার প্রতিবাদে এবং দুর্বৃত্তদের শাস্তির দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনসমূহ এক বিক্ষোভ মিছিল করেছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র লতিফুর রহমান রতন এবং উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদ ইকবাল এর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিক্ষোভকারীরা ট্রেনে অগ্নিসংযোগ ও যাত্রী হত্যার ঘটনায় বিএনপি ও জামায়াতকে দায়ী করে বিভিন্ন স্লোগান দেয়। উল্লেখ্য, ঢাকা- তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে মঙ্গলবার ভোরে ওই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর আগে গত ১৪ ডিসেম্বর গাজীপুরে দুবৃর্ত্তরা রেললাইন কেটে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনকে দুঘর্টনা ঘটায়। এ বিষয়ে মোহনগঞ্জ স্টেশন মাষ্টার মোঃ আতাউর রহমান বলেন, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন চলবে। তবে ট্রেনের ক্ষতিগ্রস্থ দুটি কোচ বাতিল করা হয়েছে।

তারিখ : ১৯.১২.২০২৩ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *