কোটালীপাড়ায় পরিবারসহ ৩ দিনের সফরে এসেছেন বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার মোঃ মনিরুজ্জমান, পিএসসি স্যার।

কোটালীপাড়ায় পরিবারসহ ৩ দিনের সফরে এসেছেন জ্ঞানের আলো পাঠাগারের অন্যতম শুভাকাঙ্ক্ষী কোটালীপাড়ার কৃতিসন্তান সিভিল অ্যাভিয়েশন স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার মোঃ মনিরুজ্জমান, পিএসসি স্যার।

ইস্রাফিল খান (গোপালগঞ্জ জেলা)প্রতিনিধি

গতকাল সোমবার সকালে তিনি বাপার্ডে এসে পৌছালে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানায় জ্ঞানের আলো পাঠাগারের সদস্যরা।

আজ সকালে তিনি জ্ঞানের আলো পাঠাগার পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন তার সহধর্মিণী ঢাকা ক্যান্সার হাসপাতালের চিকিৎসক ডা: সাবিহা ছবি
ও তাদের দুই সন্তান। জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল তাদের অভ্যর্থনা জানান।

জ্ঞানের আলো পাঠাগারের কার্যক্রম দেখে তিনি মুগ্ধ হন। জ্ঞানের আলো পাঠাগারের পক্ষ থেকে সবাইকে বই উপহার দেওয়া হয়। পরিদর্শনকালে তিনি বলেন, জ্ঞানের আলো পাঠাগারের সুনাম সারা দেশে ছড়িয়ে পড়েছে। তাদের মানবিক কর্মকান্ড সত্যিই প্রশংসনীয়। সকলের উচিত জ্ঞানের আলো পাঠগারের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। তাহলে জ্ঞানের আলো পাঠাগারের কার্যক্রমে আরো গতিশীল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *