বিপুল রায়- কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কভার্ট ভ্যান ও ট্র্যাক্টর শ্রমিক ইউনিয়ন রেজি নং রাজ (২৪৮৬) সংগঠনের নামে পন্যবাহী ট্রাক হতে ধরলা ব্রীজের উত্তর পাড়ে ৩৫০ টাকা ও ড্রামট্রাক হতে পাটেশ্বরী বাজারে ২০০ টাকা করে প্রকাশ্যে চাঁদাবাজি করার প্রতিবাদে তা অবিলম্বে বন্ধের দাবিতে আজ বৃহস্পতিবার বিকাল ২ ঘটিকায় ভূরুঙ্গামারী উপজেলা সোনাহাট স্থলবন্দরে মানববন্ধনের আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকাল ২ ঘটিকায় ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নের স্থলবন্দর ক্যাম্পের মোড়ে কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কভার্ড ভ্যান ও ট্রাক্টর ইউনিয়ন, রেজি নং রাজ ২৪৮৬ নাম্বার ব্যবহার করে জেলা সভাপতি আয়নাল হক মুন্সি ও জেলার সাধারন সম্পাদক তাজুলের নেতৃত্বে রাস্তায় পন্যবাহী ট্রাক, কভার্ড ভ্যান হতে প্রকাশ্যে চাঁদাবাজি অবিলম্বে বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ দিন হতে রেজি নং রাজ ২৪৮৬ সংগঠনের নাগেশ্বরীর চালান রিসিভ ব্যবহার করে একটি চক্র জেলার বিভিন্ন জায়গায় এসব চাঁদাবাজি করে আসছে। মানববন্ধনে অংশ গ্রহণকারীরা এসব চাঁদাবাজি বন্ধ করে চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থার জোর দাবি জানান।