ঝিনাইদহ জেলা প্রতিনিধি মোঃ অমিদ হাসান
ঝিনাইদহ মহেশপুর উপজেলা ভবনগর পূর্বপাড়া মাঠে মেটে রাস্তার কারণে বছরের পর বছর চরম দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী।গত কয়েকদিনের বৃষ্টির পানির সঙ্গে এ বেলে মাটি মিশে রাস্তাটি কাদা-পানিতে একাকার হয়ে গেছে। ফলে ওই এলাকায় যান চলাচলে ভোগান্তি চরমে পৌঁছেছে।প্রতিটা ইটভাটার সামনে থেকে দুই-তিন কিলোমিটার পর্যন্ত মাটি বৃষ্টির পানিতে ভিজে পিচ্ছিল হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে।বর্ষা মৌসুমে কর্দমাক্ত রাস্তার কারণে গ্রামে গাড়ি প্রবেশ করতে পারে না
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে অভিযোগ করে বলে গত বছর কিছু বরাদ্দ নিয়ে মাটির কাজ করিয়েছিল। গত বছর ইটের সলিংয়ের জন্য জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে আবেদন করেছি কই একদিন ধরে দেখা যাচ্ছে সরকারি কর্মীষ্ঠরা রাস্তায় মাটি দেচ্ছেন । জনগণ চাচ্ছে খুব দ্রুত সম্ভব মেটে রাস্তা থেকে পামরাস্তা হয়ে যাক অনেক কৃষি চাষাবাদ নিয়ে সমস্যা হয়ে যাচ্ছে এই কাদা ভরা রাস্তা নিয়ে ।