“ তোমাতেই ”

আসাদুজ্জামান খান

তোমাতেই শুরু সকল প্রানের জীবন ।

তোমাতেই ছুটে চলা ভ্রমরের
আনন্দের পাখা মেলে
তার ফুলের কাছে,
তুমি বড় অদ্ভুত
মলিনময় ধাঁধার ধরায় ।

শুধু তোমাতেই মানবমানবির ছুটে চলা ।

তোমাকে নিজের মত করে স্পর্শ করতেই
ভূধর থেকে নেমে আসা অবিরাম,
ঝর্ণার বয়ে চলা নদীর কাছে ।

পৃথিবীর ভূখণ্ড থেকে
ভেসে আশা বাতাস
তোমাতেই ছুটে চলেছে ভূমধ্যক্ষনে,
আর শুধু তোমাতেই-
বিচ্ছেদ ভাল থাকার প্রত্যয়;
তোমাতেই দিশেহারা পাগল প্রায় মানবী-মানব ।

বিশাল সাগর মাঝে তোমাতেই,
কচুরিপাতার গুটি গুটি পায়ে তোমাতেই,
জন্ম নেই বেঁচে থাকার প্রয়াস !
তোমাতেই কেটে যায় নিদ্রাহীন
কত রজনি,
কবির লিখে যাওয়া কবিতাই ।

তোমাতেই লিখতে ব্যস্ত কালিগুচ্ছ,
জয়ে ভরা আনন্দ মূহুর্ত আর
পরাজয়েরর কষ্ট মাখা সময় যেন তুচ্ছ ।

তুমি, তুমি আর তুমি ও তোমাতেই
মেতেছি জীবন লগ্নে
আমার আমি,
এবং তোমাতেই এই ধরাও হয়েছে দামি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *