মাসুদ সিকদার : ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় কুয়াকাটাগামী একটি যাত্রীবাহী বাস ও বরিশাল গামী মাহেন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে ৷ আহত হয়েছেন কমপক্ষে ৫ জন।
বৃহ:স্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার তালতলা এলাকা থেকে ৮ জন যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলো মাহেন্দ্রটি । এ সময় ঢাকা থেকে কুয়াকাটা যাচ্ছিল বেপারী পরিবহনের একটি যাত্রী বাহী বাস । দুটি গাড়ি দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন বলে প্রত্যক্ষদর্শীরা প্রথম বুলেটিনকে জানায় ৷
গুরুতর আহত অবস্থায় গাড়ির ছয় যাত্রীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও একজন মারা যান। সবশেষ,এই প্রতিবেদন লেখা পর্যন্ত আরো একজন যাত্রী মারা গেছেন বলে জানা গেছে ৷
নিহতদের মধ্যে রয়েছেন মোল্লারহাট ইউনিয়নের পূর্ব কামদেবপুর ০২নং ওয়ার্ড জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ রাজিব খান ৷ এছাড়া সুরভী নামের এক নারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে ৷ তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের মা ৷ বাকি দুজনের পরিচয় এখনো জানা যায়নি ৷