সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মহিউদ্দিন বহদ্দা চৌধুরী দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে সাফল্যের সাথে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছেন।তারই ধারাবাহিকতায় যুক্তরাজ্যে ও বাংলাদেশে বিএন্ডএফ কর্পোরেটের স্বতন্ত্র ব্যবসা বাণিজ্য রয়েছে।সেই সুবাদে যুক্তরাজ্যের নর্থহ্যাম্পটনে বিএন্ডএফ কর্পোরেটের দ্বিতীয় শাখা বিএন্ডএফ কারস উদ্বোধন করা হয়েছে।
৩ ডিসেম্বর রোববার যুক্তরাজ্য সময় বিকাল ২ টার দিকে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়েছে।নতুন শাখার উদ্বোধন করেন নর্থহ্যাম্পটন সিটির কাউন্সিলর এনাম হক।বিগত বছর লেস্টার সিটিতে বিএন্ডএফ কর্পোরেটের পরিবহন ব্যবসার প্রথম শাখা সাইস্টোন অটোস’র উদ্বোধন করা হয়েছিল।পরিবহন খাতে সাফল্যের সঙ্গে এক বছর ব্যবসা পরিচালনা করার বছর পার হতেই দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিএন্ডএফ কর্পোরেটের চেয়্যারম্যান মহিউদ্দিন বহদ্দা চৌধুরী,পরিচালক আদমজী বহদ্দা চৌধুরী,তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ও সীতাকুণ্ডের কৃতি সন্তান মাসুম সামজাদ সহ কমিউনিটির ১৫০ অতিথি উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা প্রতিষ্টানটির ভূয়সী প্রশংসা করে বলেন, এটা আমাদের জন্য গর্বের বিষয়।কারণ এতে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।বিদেশের মাটিতে নর্থহ্যাম্পটন সিটিতে গাড়ির শো-রুমের দ্বিতীয় শাখা উদ্বোধনের মাধ্যমে বিএন্ডএফ কর্পোরেট সাফল্যের অগ্রযাত্রায় আরো একধাপ এগিয়ে গিয়েছে।