ওয়াজেদা পারভীন
মাসুদ রানা সরিষাবাড়ী জামালপুর প্রতিনিধি : চেষ্টাই সাফল্য।সেই সাফল্য অর্জন করেছেন জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বলারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ওয়াজেদা পারভীন। একাডেমিক ফলাফল, শিক্ষকতার সময়কাল,প্রযুক্তি ব্যবহার, মাল্টিমিডিয়া ব্যবহার করে শ্রেণি পাঠদানে পারদর্শীতা,শিখন-শেখানো কৌশল দক্ষতা, প্রশিক্ষণলব্দ জ্ঞানের সঠিক প্রয়োগ,যোগ্যতা ভিত্তিক পাঠদানসহ অন্যান্য বিশেষ কৃতিত্বের উপর ভিত্তি করে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক/ ২০২৩
এর সরিষাবাড়ী উপজেলার বাছাই কমিটি তাকে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক( মহিলা) নির্বাচন করেন।তিনি ১০ জুলাই ২০০৭ ইং সালে প্রধান শিক্ষক হিসেবে চর জামিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় যোগদান করেন। তার গ্রামের বাড়ি সরিষাবাড়ী উপজেলা পোগলদিঘা ইউনিয়নের চকপাড়া এলাকার মোঃ বেলায়েত হোসেন মাতা হেলেনা বেগম এর ৪র্থ কন্যা। তার স্বামী মো: মোতাহার হোসেন মুক্তা টাঙ্গাইল জেলা ধনবাড়ী উপজেলা পাঁচ পোটল ডিগ্রী কলেজের প্রভাষক । তারা এক ছেলে ও এক মেয়ে জনক জননী। তিনি সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। ওয়াজেদা পারভীন সাংবাদিকদের বলেন তিনি তার এ সাফল্য ও মেধাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে তার নিজ বিদ্যালয়ের মুখ আরো উজ্জ্বল করতে চান।
এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ২০৪১সালের স্মার্ট বাংলাদেশ বিণির্মানে কার্যকরী ভূমিকা রাখতে তিনি সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করছেন।