মোঃ শামিম উদ্দিন – বাঘাইছড়ি প্রতিনিধি
২৮/১১/২০২৩
বাঘাইছড়ির নবাগত নির্বাহী অফিসার শিরিন আক্তারের সাথে বাঘাইছড়ি পৌরসভার মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারীদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বাঘাইছড়ি পৌরসভার কার্যালয়ে পরিচিতি ও মতবিনিময় সভায় বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ মাহফুজুর রহমান, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম,৩৩নং মারিশ্যা ইউনিয়নের চেয়ারম্যান আপন চাকমা, পৌরসভার প্যালেন মেয়র ত্রীদিপ দাশ, সভায় আরো উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারী গন।
প্রধান অতিথির বক্তব্য নবাগত উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বলেন বাঘাইছড়ি পৌরসভা কে আধুনিক ও ডিজিটাল পৌরসভা হিসেবে গড়ে তুলতে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল রকম সহযোগিতা অব্যাহত থাকবে।
এই সময়ে পৌরসভার পক্ষ থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির মাধ্যমে জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রদান করা হয়। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে ত্বরান্বিত করতে ০ থেকে ৪৫ দিনের মধ্যে যারা জন্ম ও মৃত্যু নিবন্ধন করেছে তাদের কে প্রনোদনা স্মরুপ ২ হাজার টাকা করে প্রদান করা হয়।