“পৃথিবীর সুখ”
আসাদুজ্জামান খান
_________________পৃথিবী কষ্টের অপর নাম
সুখমণ্ডিত জীবন !জীবনের সুখ নামক বস্তুুর প্রত্যাশায়
পৃথিবী ঘুরে ঘুরে হতাশায়,
কত পথিক সুখের দেখা না পাই
তার জীবনদশায় ।তবে সুখ কোথায়;
জীবনের অস্থিমজ্জায় ?
পথে, পথে রাজপথে না
মেঘভাঙ্গা গগনের গহিনে ?ভূথর থেকে অবিরাম ধারাই
গড়িয়ে পড়া ঝর্ণার মাঝে,
না,ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা দিয়ে,
গড়ে তোলা পাহাড়ে ?জীবনে অনাবিল কঠিন পরিশ্রমের সংগ্রামে ?
বুকে জমা পোষ্টার নিয়ে
আর্ট গ্যালারির উদাসিন মনে,না
বখাটে কারো ছেল নাম্বারের,
বিব্রত বিজ্ঞাপনে ?তাহলে,সন্ধ্যাই রাস্তায় দাড়িয়ে থাকা
স্বপ্ন বিক্রেতা মানুষের কাছে?না,যেখানে প্রেমিকার নিঃশ্বাস থেমে থাকে
বিবর্ণ মুখে সাইনবোর্ড হাসিতে ?
নাকি মাতৃহীন মায়ের গর্ভে ?আবেগ অনুভূতিতে,
দ্বারে দ্বারে ছুটে চলা
ভিক্ষুকের ভিক্ষার ঝুলিতে;
তবে নিশ্চই;
বন্ধন হারা কুমারীর সন্যিকটে ?