বাঘাইছড়িতে ৫২ তম জাতীয় সমবায় দিবস ২০২৩ উদযাপন

মোঃ শামিম উদ্দিন – বাঘাইছড়ি প্রতিনিধি

৪/১১/২০২৩
জাতীয় সমবায় দিবস বাংলাদেশ সরকার ঘোষিত একটি জাতীয় দিবস। সমবায় সম্পর্কে জনগনকে সচেতন করা এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনয়নের জন্য প্রতি বছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবস টি সারা দেশ ব্যাপী উদযাপন করা হয়।

দিবসের এ বছরের প্রতিপাদ্য বিষয়- “সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ”।

প্রতি বছরের ন্যায় এবারও গতানুগতিকভাবে দেশব্যাপী সরকার-সমবায় সম্মিলিত উদ্যেগে সমবায় দিবস পালিত হচ্ছে।
তারই ধারাবাহিকতায় বাঘাইছড়িতে যথাযথ মর্যাদায় সমবায় দিবস পালন করা হয়।

বাঘাইছড়ি উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদ কার্যালয় থেকে একটি র‍্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক গুরে র‍্যালি পরবর্তীতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

পতাকা উত্তোলন শেষে উপজেলা সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাব রুমানা আক্তার এর সভাপতিত্বে।
বাঘাইছড়ি উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা সভায় শুরু হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সুদর্শন চাকমা।
প্রধান অতিথি বক্তব্য তিনি বলেন। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে সমবায়ের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন করে স্মার্ট নাগরিক এবং স্মার্ট সমাজ তথা অর্থনীতিকে স্মার্ট করে গড়ে তোলা সম্ভব।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জনাব জমির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল কাইয়ুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ইশতিয়াক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব আলী হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব গিয়াস উদ্দিন আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি জনাব দীলিপ কুমার দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আজিজুল রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বাঘাইছড়ির বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার জনপ্রতিনিধিগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *