ফিরোজ রহমান, স্টাফ রিপোর্টার :
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর-মোনাখালী গ্রামের অটোচালক বিজন হোসেন হত্যা মামলার ৩জন আসামীকে প্রেপ্তার করেছে পুলিশ। প্রেপ্তারকৃতরা হলেন-মোনাখালী গ্রামের হাশেম আলীর ছেলে সোহেল রানা (৩৮),ডাবলু শেখের ছেলে শাকিল শেখ (২৪) ও শরিফ উদ্দীনের ছেলে ডালিম হোসেন (২০)।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে মুজিবনগর থানা পুলিশ ও মেহেরপুর জেলা ডিবি পুলিশের সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের ঢাকা থেকে প্রেপ্তার করে।
মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল জানান,মোনাখালী গ্রামের আব্দুর রহমানের ছেলে বিজন হোসেন গত ২৬ অক্টোবর নিজ বাড়ি থেকে অটোবাইক নিয়ে মেহেরপুর শহরে ভাড়া মারার উদ্দেশ্যে বের হয়। পরে রাতে সে বাড়ি ফিরে না আসলে,পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে। তাকে না পেয়ে ২৭ অক্টোবর থানায় একটি জিডি করে। ডিজির প্রেক্ষিতে নিখোঁজ বিজনকে পুলিশের পক্ষ থেকে খোঁজাখুজি অব্যাহত ছিল। পরে ২৯ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১১টার সময় মোনাখালী-বিশ্বনাথপুর গ্রামের মধ্যেবর্তি মাঠে জনৈক ভাদু মল্লিকের বাঁশবাগানে স্থানীয় লোকজন বস্তাভর্তি একটি লাশ দেখতে পেয়ে খবর দেয়। খবরের ভিত্তিতে ওই বাঁশবাগান থেকে বস্তাভর্তি লাশ উদ্ধারের পর সেটি বিজন এর লাশ বলে তার পরিবারের সদস্যরা সনাক্ত করে। ওই দিনই মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে লাশের ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এবং ৩০ অক্টোবর বিজন এর পরিবারের পক্ষ থেকে মুজিবনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং-১৫/১৫২। মামলার পর হত্যাকারীদের সনাক্ত করার ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে মুজিবনগর থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ঢাকার মিরপুর এলাকা থেকে আসামীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আসামীরা হত্যার সাথে জড়িত রয়েছে বলে স্বীকার করে। তাছাড়াও আরো তথ্য উদঘাটনের প্রক্রিয়া চলছে।