মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের পশ্চিম পাড়ায় ঐতিহ্যবাহী ঝাপান গানের আয়োজন

কে ডি আনোয়ার হোসেন

মুজিবনগর উপজেলা প্রতিনিধঃ

মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের পশ্চিম পাড়ায় ঐতিহ্যবাহী ঝাপান গানের আয়োজনে করা হয়।
আজ বুধবার সকালে থেকে সারাদিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যমাখা ঝাপান গানের আয়োজন করা হয়। দারিয়াপুর গ্রামের পশ্চিম পাড়া বাসীর উদ্যোগে এই ঝাপান গানের আয়োজন করা হয়। এক সময়কার বাংলার ঐতিহ্য লালিত ঝাপান গান বিলীন হওয়ার পথে। তাই হাজার বছরের ঐতিহ্যমাখা ঝাপান গান শুনতে হাজার হাজার উৎসাহী জনতার উপস্থিত লক্ষ্য করা যায়। ছোট বড় সকল বয়সের মানুষের উপস্থিতিতে আরো মুখরিত হয়ে ওঠে দারিয়াপুর পশ্চিম পাড়ার ঝাপান গানের আসর।
এই গানের একদিকে অংশগ্রহণ করেন বাউল মোঃ জিয়ারুল ইসলাম (দারিয়াপুর) এবং অপরদিকে অংশগ্রহণ করেন ঝোমটু মিয়া (হোগলডাঙ্গা)। দুই প্রতিপক্ষ বাউল দল তাদের গানের তালে তালে সাপের খেলা দেখিয়ে মানুষের মন জয় করেন।
ঝাপান গানের আসরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, আজিমুল বারী মুকুল, প্যানেল চেয়ারম্যান জেলা পরিষদ মেহেরপুর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *