আশিকুল ইসলাম বেলকুচি প্রতিনিধি :
মহাদুমদাম ও নানা আয়োজনের মধ্যদিয়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী সমেশপুর উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে র্যালি আলোচনা সভা ও সাংস্কৃতিক গান ও আনন্দ উৎসবের মধ্যদিয়ে দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় স্কুলের ছাত্র ছাত্রীরা রং বেরঙের বেনারশী শাড়ি পরে নৃত্য পরিবেশন কবিতা আবৃত্তি ও যৌথ কন্ঠে গান শুনে সকলের মন আনন্দ খুশিতে মেতে ওঠে।
অনুষ্ঠানের শুরুতে সম্মানিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়, পরে তাদের সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়।
শনিবার ২৮ শে অক্টোবর দিনব্যাপী অনুষ্ঠানে বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আকন্দ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসমাইল হোসেন।
অত্র অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২ নং রাজাপুর ইউপি চেয়ারম্যান সনিয়া সবুর আকন্দ, বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, রাজাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিন বাদশা, রাজাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল ইসলাম, রাজাপুর ইউপি সদস্য মোতালেব হোসেন সহ স্কুলের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অবিভাবকগন উপস্থিত ছিলেন।