মোঃ সারোয়ার হোসেন অপু ,
স্টাফ রিপোর্টারঃ
বদলগাছীর মানুষ গড়ার কারিগর বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরেশ সিংহ আর নেই: এলাকায় শোকের ছায়া বিরাজ করছে ।
জানা যায়, নওগাঁর বদলগাছী উপজেলা সদরের বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরেশ সিংহ এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। গতরাত সাড়ে ৩টায় নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, শ্বাসকষ্টসহ শারীরিক অন্যান্য জটিলতায় ভুগছিলেন।
তার পরিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৬১ বছর। কর্মজীবনে তিনি দীর্ঘ দিন যাবৎ শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন, সর্বশেষ প্রধান শিক্ষক হিসেবে বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে থাকা অবস্থায় চলতি বছরের ১৫ ই মে অবসরে যান। তিনি নওগাঁ জেলার বদলগাছী উপজেলা সদর ইউনিয়নের ডাঙ্গিসাড়া গ্রামে এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর বাবার নাম জনক সিংহ। তিনি ভাইদের মধ্যে সকলের ছোট। এছাড়াও তিনি দুই কন্যার বাবা ছিলেন। পারিবারিক সূত্রে আরও জানা গেছে , বুধবার সন্ধ্যায় তাঁর শ্বাসকষ্ট শুরু হলে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে যান। পরবর্তীতে রাত ২ টার পর আবারও শ্বাসকষ্ট শুরু হলে নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে শারীরিক অবনতি হলে চিকিৎসকরা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসাপাতালে রেফার্ড করলে যাবার প্রাক্কালে তাঁর মৃত্যু হয়। মানুষ গড়ার কারিগর হিসেবে হাজার হাজার শিক্ষার্থীর প্রাণের স্পন্দন ছিলেন তিনি। তার এই অকাল মৃত্যুতে সকল ছাত্র-ছাত্রী অভিভাবক সহকর্মী ও এলাকাবাসি আত্মার শান্তি কামনা করেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী তাঁর আত্মার শান্তি কামনা করেছেন।