মাসুদ রানা , সরিষাবাড়ী (জামালপুর) থেকে
জামালপুরের সরিষাবাড়ীতে এসএসসি ও সমমান পরিক্ষায় জিপিএ -৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (২৬ মে) সকালে এম এ সাত্তার মেমোরিয়াল কলেজ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করে এম এ সাত্তার মেমোরিয়াল কলেজ।
এম এ মেমোরিয়াল কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি প্রকৌশলী মো. শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য প্রিন্সিপাল মোঃ আব্দুর রশিদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এম এ সাত্তার মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ স্টিফেন লিউক মালাকার, মেলান্দহ বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মাহবুব মোমতাজ, পৌর মেয়র মনির উদ্দিন, ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক, পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামস উদ্দিন, এম এ সাত্তার মেমোরিয়াল কলেজ এর দাতা সদস্য প্রকৌশলী জোবাইদুল ইসলাম প্রুমখ।
পরে এসএসসি ও সমমান পরিক্ষায় জিপিএ -৫ পাওয়া ২০০ শতাধিক শিক্ষার্থীদের সম্মাননা ও ক্রেষ্ট প্রদান করা হয়।
এম এ সাত্তার মেমোরিয়াল কলেজের গভণীং বডির সভাপতি প্রকৌশলী শওকত আলী বলেন, আমরা ধনী ও দরিদ্রদের বৈষম্য কিংবা অসমতা কমিয়ে আনতে চাই। এক্ষেত্রে তথ্যপ্রযুক্তিগত সুবিধার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের দ্বারে গুণগত শিক্ষা পৌঁছে দেয়ার পরিকল্পনা নিয়েছি। আমরা সবার জন্য সমমানের শিক্ষা নিশ্চিত করতে কাজ করছি। দরিদ্র চরাঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার সুবিধার্থে আমরা আমাদের এই কলেজ স্থাপন করেছি।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.