২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আবুবকর সম্পদ,জবি প্রতিনিধিঃজগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।নভেম্বর ২১ তারিখে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে রেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষরিত একটি নোটিশে এই বিজ্ঞপ্তি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় ২০২১ বা ২০২২ সালে এসএসসি ও ২০২৪ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে শর্ত পূরণ সাপেক্ষে আগামী ১-১২-২০২৪ তারিখ দুপুর ১২ টা থেকে ১৫-১২-২০২৪ তারিখ রাত ১১.৫৯ টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে।
আবেদনকারীকে প্রথমে প্রাথমিক ভাবে ১০০ টাকা আবেদন ফ্রী প্রদান করতে হবে।তার মধ্য থেকে বাছাইকৃত ১ম থেকে ৪০০০০ তম পর্যন্ত আবেদনকারী চূড়ান্ত পরীক্ষা দিতে পারবে।যে সকল আবেদনকারী প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত হবে তারা পরবর্তীতে অতিরিক্ত ৭০০ টাকা ফ্রী দিয়ে চূড়ান্ত পরীক্ষার অংশগ্রহণ করতে পারবে।
এছাড়াও বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,আগামী ৩১ জানুয়ারি চারুকলা অনুষদ(ই ইউনিট),১৪ ফেব্রুয়ারী সামাজিক বিজ্ঞান অনুষদ(ডি ইউনিট),১৫ ফেব্রুয়ারী কলা অনুষদ(বি ইউনিট),২২ ফেব্রুয়ারী বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সাইন্স অনুষদ(এ ইউনিট),২৮ ফেব্রুয়ারী ব্যবসায় শিক্ষা অনুষদ(সি ইউনিট) এর পরীক্ষা অনুষ্ঠিত হবে।এবার সর্বমোট তিনটি শিফটে জবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য বিগত চার বছর ধরে গুচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি কার্যক্রম করলেও এবার গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।বহুনির্বাচনি ও লিখিত পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি কার্যক্রম হবে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *