দিলোয়ার হোসেন মাসুম কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জ জেলার হোসেনপুরে উপজেলায় আগুন পুড়ে গেছে ৯টি দোকান ঘর। আজ শুক্রবার ভোর ৫ টার দিকে হোসেনপুর বাজারের মিষ্টিপট্টি চৌরাস্তায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের ভোর ৫টায় আগুন লেগে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে চারদিকে। এতে একটি ফার্মেসী, দুইটি হার্ডওয়্যার, দুইটি হোটেল, একটি মুদি দোকান, একটি জুতার দোকান ও দুইটা পান দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দুই আড়াই ঘন্টায় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল, সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক ফরিদ আল সোহান গণনাস্থল পরিদর্শন করেন।
ফায়ার সার্ভিসের অফিসার শামসুল হক জানান, খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভানো শুরু করে। এতে ৪টি ইউনিট কাজ করে কিছু মালামাল উদ্ধার করে ও আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.