এ,এল,কে খান জিবু
জেলা প্রতিনিধি, লালমনিরহাট।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গীমারী সীমান্তে এক নারী! বিএসএফের হাতে লাঞ্চিত হওয়ার অভিযোগ এলাকাবাসীর।
জানাগেছে, মঙ্গলবার সকালে উপজেলার সিঙ্গীমারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পকেট এলাকায় ৮৯৩ নং পিলারের কাছে ভারতীয় কাটা তারের পাশে পোশাক শুকাতে গিয়ে ভারতীয় বিএসএফের হাতে লাঞ্চিত হয়েছেন জোহরা বেগম (৪৮) নামে এক নারী। তার পিতার নাম নেহাল উদ্দিন।
তবে নাম প্রকাশের অনিচ্ছুক অনেকে বলেন, ওই নারী মাদক আনতে গিয়েছিল সীমান্তে।
এ সময় সেখানে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে বাংলাদেশী বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
সিঙ্গিমারী বিজিবি’র ক্যাম্পের ইনচার্জ নাসির হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করি।
তাৎক্ষনিক বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা অনুষ্ঠিত হয়। এ ঘটনায় বাংলাদেশের বিজিবি’র পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.