মুবিন হাটহাজারী উপজেলার প্রতিনিধি
হাটহাজারী নাজিরহাটস্থ মহাসড়কের বেড়েছে যামজট। হাটহাজারী কাচারী সড়ক দীর্ঘদিন বন্ধ থাকায় হাটহাজারীতে যানজট কিছুটা কমে গেলেও। আবার দীর্ঘদিন বন্ধ থাকার পর কাচারী সড়ক সম্পূর্ণভাবে খুলে দেওয়ায় বেড়েছে যানজট। পথচারী মোঃ শহিদুল্লাহ জানান হাটহাজারী কাচারী সড়ক খুলাতেই আবার বেড়েছে যানজট এবং হাটহাজারী নাজিরহাটস্থ মহাসড়কে হাটহাজারী বাজার অতিক্রম করতে ০৫-১০ মিনিট সময় লাগে। সব সময় দীর্ঘ যানজটে অতিষ্ঠ জনসাধারণ। হাটহাজারীতে নিয়মনীতি ছাড়া গাড়ি পাকিং এবং অটোরিকশা মূল সমস্যা বলে একাধিক পথচারীদের অভিযোগ। সামনে রোজা ঈদ উপলক্ষে হাটহাজারী বাড়তে পারে যানজট। যানজট নিরসনের জন্য সীমিত পরিসরে হাটহাজারী কাচারী সড়ক গাড়ী চলাচল এবং প্রশাসনের যথাযথ ভূমিকা রাখার দাবী পথচারীদের।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2025 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.