হাটহাজারী প্রতিনিধি মুবিন
হাটহাজারীতে ঘূর্ণিঝড় রেমালের ভারী বৃষ্টিপাতে হাটহাজারী কলেজ গেইটে এলাকায় সমুদ্রে পরিণত হয়েছে। কলেজ গেইট এলাকায় রাস্তা নির্মাণের ফলে পানি চলাচলের ড্রেন নির্মাণের কাজ শেষ না হওয়ায়। হাটহাজারীতে সব চেয়ে জনপ্রিয় কলেজ মাঠে, আচার-অনুষ্ঠান, খেলাধুলা, মাহফিল সহ ইত্যাদি উক্ত কলেজ মাঠে আয়োজন করে আসছে। ঘূর্ণিঝড় রেমালের ভারী বৃষ্টিপাতে রাস্তা পাশে কলেজ গেইট এলাকা নির্মাণাধীন ড্রেন ভেঙে পড়েছে। যার ফলে স্কুল কলেজ ছাত্র- ছাত্রী, সাধারণ মানুষের রাস্তা পাশে কোন জায়গা না থাকায় চলাচল কোন সুযোগ নেই। পথচারী মতামত- উপযুক্ত সময় কাজ শেষ না করে। বর্ষা মৌসুমে কাজ করার ফলে রাস্তা, ড্রেন তৈরি করার আগে নষ্ট হয়ে যাচ্ছে। ঘূর্ণিঝড় রেমালের কারণে হাটহাজারী
উপজেলা কমপ্লেক্স এর ভিতরে জলবদ্ধতা এবং হাটহাজারীতে ভারী বৃষ্টিপাতে হাটহাজারী মেডিক্যাল রোডে পানি হাঁটু পরিমাণ হয়েছে। এছাড়া হাটহাজারীর বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তা- ঘাট, গাছ-পালা, ঘর-বাড়ীর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। হাটহাজারীতে কাল রাত থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ঘূর্ণিঝড় উপলক্ষ্যে উপজেলা প্রশাসন হাটহাজারী কর্তৃক কন্ট্রোলরুম খোলা হয়েছে। রেমালের ক্ষয়ক্ষতি ও সার্বিক সমস্যা সমাধানের জন্য।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.