হাটহাজারী আলমপুর এলাকায় দীর্ঘদিন ধরে গোলাপ চাষ।
উপজেলা প্রতিনিধি মুবিন
হাটহাজারী পৌরসভার ০৭নং ওয়ার্ড আলমপুর গ্রামের গোলাপ চাষ। পশ্চিম আলমপুর ব্যারিস্টার আনিসের খালে পাশে দীর্ঘ ২০ বছর যাবত গোলাপ চাষ হয়ে আসছে। স্থানীয় কৃষক গোলাপ চাষি মোঃ সলিম জানান আনুমানিক ২০ বছর যাবত গোলাপ চাষ হয়ে আসছে এখানে। তাছাড়া বর্তমানে গোলাপ চাষের পাশাপাশি গাদা ফুল, কামিনী গাছের চাষ হচ্ছে। উক্ত ব্যক্তির ভাষা মতে এই ফুলের চাষ করে জীবন নির্বাহ করে যাচ্ছেন। বর্তমানে বাজারে প্লাস্টিকের ফুল বের হওয়ায় চাষের ফুলে চাহিদা অনেক কমেছে। কিছু দিন আগেও ফুলের দাম থাকলে বর্তমানে বাজারে ফুলের দাম ১০০ পিচে ২০০ টাকা পাওয়া যাচ্ছে যার মানে ১ টি গোলাপ ২ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। জীবন চালানো জন্য অনেক কষ্ট স্বত্বেও গোলাপ চাষে ছাড়েনি স্থানীয় কৃষকরা। তাদের শরীরে অনেক কাটার ক্ষত দেখা যায়। গোলাপের কাটা বেশি বিষাক্ত হওয়ায় কৃষকদের সাবধানতা অবলম্বন করে গোলাপ ফুল তোলতে হয় এবং চাষবাস করে থাকেন স্থানীয় কৃষকরা। বর্তমান সংসদ সদস্য ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চাষিদের জন্য শুকনো মৌসুমে খালে পানিতে ব্যবস্থা করে দেওয়ায় ফুল চাষির জন্য পানি আগের মতো চিন্তা করতে হয় না। আগে কৃষকদের জমির পাশে খালে পানি না থাকার, খালে মাটি দিয়ে বিভিন্ন স্থানে বন্ধ করে রাখতো পানি যেন জমে থাকে। এখন আর এমন কিছু দেখা যায় না উক্ত খালটিতে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.