মুবিন হাটহাজারী প্রতিনিধি
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান এর বিভিন্ন এলাকা। বন্যায় পানিবন্দী হয়ে আছে ৩ উপজেলার মানুষ। ৩ উপজেলায় পানিতে তলিয়ে রয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলি জমি। এতে চরম দুর্ভোগে দিন কাটছে জনসাধারণের।হাঁটু থেকে কোমর সামন পানিতে চলাফেরা করে পার করছে ৩ উপজেলার মানুষ। হালদা নদীতে পানির চাপ বাড়ায় কয়েকটি স্থানে ভেঙে গেছে বেড়িবাঁধ। ঘরবাড়িতে হাঁটু থেকে কোমরসমান পানি। ডুবে রয়েছে গ্রামের রাস্তা ঘাট, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলি জমির।উপজেলার কমবেশি সব এলাকা প্লাবিত। প্রায় এক লাখ মানুষ পানিবন্দী রয়েছেন। হাটহাজারী উপজেলার বন্যায় প্লাবিত এলাকার মধ্যে রয়েছে বুড়িশ্চর, শিকারপুর, গড়দুয়ারা, দক্ষিণ মাদার্শা, উত্তর মাদার্শা, মেখল, পৌরসভার একাধিক ওয়ার্ড, নাঙ্গলমোড়া, ছিপাতলী। হালদা নদীতে পাহাড়ি ঢল বাড়ায় নদীর এলাকার বাড়িঘর পানিতে ডুবে রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান:- হালদা নদীর হাটহাজারীর অংশে বেড়িবাঁধ দেওয়া হলেও ভাঁঙ্গনের ফলে ডুবে পড়েছে গ্রামের এলাকাগুলো। তাছাড়া বৃষ্টির কারণে পানি আরও বেড়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন তাঁরা। তাছাড়া বিদ্যুৎ-বিচ্ছিন্ন অবস্থায় ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন। পুকুরে মাছ চাষ করেছেন এমন একটি পুকুর চাষের মাছ রাখতে পারেননি। সব মাছ পানিতে ভেসে গেছে। গ্রাম এলাকা গুলোতে বন্যার পানিতে ডুবে যাওয়ায় রাস্তায় কোন গাড়ি চলছে না। তার জন্য বন্যা কবলিত এলাকার মানুষ সাধারণ মানুষের ত্রাণ জন্য অপেক্ষা আছেন ক্ষতিগ্রস্ত এলাকা বাসী। ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষের বসতঘর বাড়ী, রাস্তা, পুকুর সহ বিদ্যুতের কুটি।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.